মিরসরাই প্রতিনিধি »
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহবুব রহমান রুহেল বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে এসে আজ আমরা এ বিজয়মেলার আয়োজন করতে পেরেছি তা কেবলমাত্র সম্ভব হয়েছে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে। আজ এ বিজয়মেলার মঞ্চে দাঁড়িয়ে আমি মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আলেন, উন্নয়ন আমরা সবাই চাই, তবে সে উন্নয়ন হতে হবে টেকসই। উন্নয়নের পাশাপাশি, আমাদের পানি, কৃষিসহ যাবতীয় কাঠামো যাতে টিকে থাকে তার দিকে বিশেষ নজর রাখতে হবে। ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের তত্বাবধানে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল একটি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল হবে। বিশ্বের বুকে রোল মডেলে পরিণত হবে মিরসরাই।
বুধবার (২২ ডিসেম্বর) মিরসরাইয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০২১-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মিরসরাইয়ে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে বিজয় র্যালি, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা বেলুন ওড়ানোর মধ্য দিয়ে উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
ওইদিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে ও সুভাষ সরকার ও জাহেদুল ইসলাম সুজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রুহেল।
এইসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মুক্তিযুদ্ধ বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, বিজয় মেলা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক, জোরারগঞ্জ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।
এইসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেরহাট ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল মোস্তফা, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম দিদার, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানাসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইদিন মিরসরাই উপজেলার একমাত্র মহিলা কলেজ জোরারগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।













