২৬ অক্টোবর ২০২৫

ঐশীর গানে নাচলেন সানি লিওন

বিনোদন ডেস্ক »

এ সময়ের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশীর একটি গানের সঙ্গে নাচলেন বলিউডের হার্টথ্রব নায়িকা-আইটেম গার্ল খ্যাত সানি লিওন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। ‘দুষ্টু পোলাপাইন’-এর এক ঝলক। এ গানে মডেল হয়েছেন বলিউডের নায়িকা সানি লিওন। গানের প্রোমো প্রকাশেই কয়েক ঘণ্টার ব্যবধানে লাখো দর্শক লুফে নিয়েছেন গানটি।

ঐশী বলেন, ‘সংগীতশিল্পী ঐশীকে প্রতিটি গানেই নতুন নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। বরাবরের মতো বলতে চাই, তাদের কাছে আমি চিরঋণী। তারা আমার মতো তরুণ শিল্পীদের বড় বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন, স্বপ্নগুলো বাস্তবায়নও করছেন।’

তিনি বলেন, ‘এ গানটির মাধ্যমে তেমনই একটি স্বপ্ন পূরণ হল। টিএম রেকর্ডসের নতুন যাত্রায় আমিও একজন অংশ হতে পেরে নিজেকে দারুণ সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে যখন আমার কোন গানে পারফর্ম করছেন সানি লিওনি।’

ঐশীর বিশ্বাস, পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে এটি অন্যরকম একটি আলোড়ন তৈরি করবে।

জানা যায়, ‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ করা হয় মুম্বাইয়ে। বিপুল বাজেটের এ গানটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।

আরও পড়ুন