৩০ অক্টোবর ২০২৫

আনোয়ারায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নারীসহ আহত ১০

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। শুক্রবার (২৪ ডিসেম্বর) জুমার নামাযের সময় নলদিয়া শাহজী পাড়ায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেনের ছোটবোন শাহনাজ (৪৫) ও রয়েছেন। এছাড়া এখলাছ, হারুন, তৌহিদ ও জসীমের নামের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরুমচড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহাদত হোসেন শাহজী পাড়ায় প্রচারণা শেষে হযরত ওসমান (র.) জামে মসজিদে জুমার নামায আদায় করতে ঢুকেন। এসময় নৌকার প্রার্থী শামসুল ইসলামের বড় ছেলে শওকতের নেতৃত্বে নেতাকর্মীরা প্রচারণা চালিয়ে আসার সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সাথে তর্কাতর্কি হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহাদত হোসেনের ছোটবোনসহ উভয়পক্ষের দশজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহাদত হোসেন বলেন, ‌‘আমি প্রচারণা চালিয়ে জুমার নামায আদায় করতে ঢুকলে আমার কর্মীদের মসজিদ থেকে বের করে হামলা চালায় নৌকার প্রার্থীর সমর্থকরা। আমি পাশের বাড়িতে আশ্রয় নিলে সেখানে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে।এসময় আমার ছোটবোন আহামাকে দেখতে ছুটে গেলে তার মাথা ফাটিয়ে দেয়।’

নৌকার প্রার্থী শামসুল ইসলাম বলেন, ‘আমার বড় ছেলে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসার সময় গুজব ছড়িয়ে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালায় বিদ্রোহী প্রার্থীর লোকজন। তারা লাঠিসোটা নিয়ে আগে থেকে প্রস্তুত ছিল। হামলায় আমার পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।’

সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি।’

আরও পড়ুন