৩০ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ২

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীতে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত মো. আলামগীর (২৬) ও ইকবাল (১৭) দুইজনই ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হাসনাবাদ এলাকার বাসিন্দা।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের চারিয়া ইজতেমা মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১ টায় চারিয়া ইজতেমা মাঠের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে নগরীর অক্সিজেনমুখী একটি মোটরসাইকেলকে একটি ড্রাম ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে আলমগীর ও ইকবাল গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে হাটহাজরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে মোটরসাইকেল আরোহীদের বাঁচাতে গিয়ে প্রোগ্রেসিভ ফার্মস এর একটি কাভার্ডভ্যান পাশে খাদে পড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, পুলিশ ঘাতক ড্রাম ট্রাকটি ধরতে অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন