৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের ২৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু

বাংলাধারা প্রতিবেদক »

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দেখা গেছে, লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮নং ওয়ার্ডের একটি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষা করছে ভোটাররা। সকাল থেকে সুষ্ঠুভাবে ৮নং ওয়ার্ডের এই কেন্দ্রে ভোট গ্রহণ চলছে বলে জানান ভোটাররা। এছাড়া তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।

এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের ১টি করে টিম প্রতি ইউপিতে মোবাইল ফোর্স হিসেবে এবং প্রতি তিনটি ইউপির জন্য ১টি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে।

প্রতি উপজেলায় র‌্যাবের রয়েছে ২টি মোবাইল টিম ও ১টি স্ট্রাইকিং টিম। বিজিবির ২ প্লাটুন সদস্য নিয়োজিত আছে মোবাইল টিম হিসেবে। আর এক প্লাটুন নিয়োজিত রয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। আবার উপকূলীয় প্রতি উপজেলার জন্য ২ প্লাটুন কোস্ট গার্ড মোবাইল টিম হিসেবে ও ১ প্লাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে।

৫নং কলাউজান ইউনিয়নে ২ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৭নং পূর্ব কলাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮নং ওয়ার্ডে ২জন মেম্বার পদপ্রার্থী বিপরীতে মোট ভোটার সংখ্যা রয়েছে ২১০১ জন।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি প্রতিটি উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তবে পটিয়া উপজেলায় অতিরিক্ত আরও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। আশা করছি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবো।

নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পৌঁছানো হলেও ব্যালট পেপার ও ইভিএম মেশিন পাঠানো হয়েছে আজ ভোরে।

এদিকে, ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে। পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নের মধ্যে পটিয়ার ১৭টি, কর্ণফুলীর ৪টি ও লোহাগাড়ার ৬টি ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ২৪৯টি। প্রায় চার লাখ ৯২ হাজার ৬১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পটিয়ায় ৩ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া কর্ণফুলী উপজেলার একটি এবং লোহাগাড়া উপজেলার ২টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ