বাঁশখালী প্রতিনিধি »
মামলার তথ্য গোপন রাখায় আপিল শুনানিতেও বাতিল হয়েছে বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) আবদুর রহমানের মনোনয়নপত্র।
গত ২০ ডিসেম্বর মামলার তথ্য গোপন রাখায় কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর মনোনয়নপত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি। এ আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে গঠিত আপিল শুনানিতেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
জানা যায়, আবদুর রহমানের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা থাকলেও তিনি হলফনামায় ৩টি মামলার তথ্য দিয়েছেন। যার ফলে কাউন্সিল প্রার্থী আব্দুর রহমানের (বর্তমান কাউন্সিলর) মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বর্তমানে বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রয়েছে ২ জন। তারা হলেন— আলহাজ্ব আনছুর আলী তালুকদার ও আনিসুর রহমান।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে বাঁশখালীতে পৌরসভা নির্বাচন।













