২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে জেএমবির কমান্ডার গ্রেফতার

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন পোর্ট লিংক রোড বাংলাবাজার এলাকা থেকে জেএমবি’র সামরিক কমান্ডার মো. সেলিমকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টায় তাকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।

গ্রেফতার মো. সেলিম লোহাগাড়া থানার জঙ্গল পদুয়া আশ্রয়ণ প্রকল্প তরুলতা এলাকার মৃত আবু তালেবের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) ফারুক উল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২০ সালের ২৮ ফ্রেব্রুয়ারি ২ নম্বর গেইট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড ছিল নব্য জেএমবি’র সামরিক কমান্ডার মো. সেলিম। এ ঘটনায় দায়ের করা মামলায় ইতিমধ্যে গ্রেফতারকৃত ১২ জনের মধ্যে ৯ জন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ৮ জন আসামি সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার কথা উল্লেখ করেছে।

কাউন্টার টেরোরিজমে উপ-পুলিশ কমিশনার ফারুক উল হক বলেন, এ মামলায় ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৯ আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। ৯ আসামির ৮ জনই সেলিমের সম্পৃক্ততা থাকার কথা জানিয়েছে।সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আরও পড়ুন