হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ডে পানিতে ডুবে মোছাম্মৎ সুফিয়া নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। শিশু সুফিয়া একই এলাকার ওমর আলী তালুকদার বাড়ির মো. আলমগীরের মেয়ে
জানা যায়, শিশু সুফিয়ার পরিবারের সকালে ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু সুফিয়া ঘরের সামনে খেলছিল। এরপর তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করার সময় তার সাড়ে তিন বছর বয়সী চাচাত ভাই সাইফুদ্দিন ঘরের সামনে পুকুরে সুফিয়াকে পড়ে যেতে দেখে পরিবারকে ইশারায় পুকুরে পড়েছে বলে জানালে পুকুর থেকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থা অবনতি হওয়ায় তার চমেক হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে শিশু সুফিয়াকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুকুরে পড়ে শিশু সুফিয়ার মৃত্যু হয়েছে।













