বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহাজালাল হলের সমানের এস আলম কটেজের একটি তালাবদ্ধ রুম থেকে অনিক চাকমা নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের পাশে এস আলম কটেজের ২১২ নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, ‘সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রের লাশ উদ্ধার করেছি। রুমের দরজা বন্ধ ছিল। আমরা দরজা ভেঙে লাশ উদ্ধার করি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি।’













