২৮ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে পাচারের সময় জীপসহ সেগুন কাঠ জব্দ

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারী রেঞ্জের অধীনে নাজিরহাটে শোভন ছড়ি চুরকারহাট বাজার এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় (জীপ গাড়ী) চাঁদের গাড়ীসহ ২৭ টুকরো ৪৬ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। যার আনুমানিক মূ্ল্য ১ লাখ টাকা।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে সহ-বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী রেঞ্জের অধীনে নাজিরহাট শোভন ছড়ি বিট এলাকা চুরকার হাট বাজার এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় ২৭ টুকরো সেগুন গোল কাঠ ৪৬ ঘনফুট (জীপ গাড়ী) চাঁদের গাড়ি আটক করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। আটককৃত কাঠ নাজিরহাট রেঞ্চ ডিপোতে বুঝিয়ে দেওয়া হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।অভিযান চলমান থাকবে।

এই অভিযানের শোভনছড়ি বিট অফিসার খন্দাকার মনিরুল ইসলাম, অফিস সহ. আশু দাশ, এফজি হাসমত আলী, এফজি আমির হোসেন সহযোগিতা করেন।

আরও পড়ুন