২৬ অক্টোবর ২০২৫

ইউপি নির্বাচন/ আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

বাংলাধারা ডেস্ক »

আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় ওমকার দত্ত (৩৮) ১ জন নিহত হয়েছে। তিনি সিংহরা দত্ত বাড়ির নেপাল দত্তের ছেলে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিংহরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানান থানা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. আনোয়ার খালেদ।

জানা গেছে, আপেল প্রতেীকের মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হন ওমকার। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনী সহিংসতায় ১ জন নিহত হয়েছে।

আরও পড়ুন