৩ নভেম্বর ২০২৫

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে

ভোলা প্রতিনিধি »

ভোলার লালমোহনে ওভারটেক করতে গিয়ে পুকুরে পড়ে গেল বাস। এটি ভোলা জেলা বাস মালিক সমিতির ডাইরেক্ট সার্ভিস বাস। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৮ জানুয়ারি) সকালে চরফ্যাশন বাসস্ট্যান্ড থেকে ভোলার উদ্দেশে ছেড়ে যাওয়া ডাইরেক্ট বাসটি আবুগঞ্জ বাজারের পর বেদরকারি এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে চরফ্যাশন বাসস্ট্যান্ড থেকে ভোলার উদ্দেশ্য ছেড়ে আসা ডাইরেক্ট বাসটি আবুগঞ্জ বাজার পেরিয়ে বেদরকারি এলাকায় ওভারটেক করতে গিয়ে রাস্তার সাইডে চলে আসলে ড্রাইভার কন্ট্রোল করতে না পারায় গাড়িটি পুকুরের মধ্যে পড়ে যায়। পরে ওই এলাকার লোকজন এসে বাসের মধ‍্যে থাকা লোকজনদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও উদ্ধার চলমান রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ