হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারী পৌরসদর এলাকা থেকে ৪৫.৩৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে স্থানীয় বনবিভাগ। শুক্রবার (৭ ডিসেম্বর) পৌর সদরস্থ হাসপাতালে সড়ক থেকে একটি জীপ গাড়িসহ সেগুন কাঠ জব্দ করা হয়। পরে জীপ গাড়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় বনবিভাগ সূত্রে জানা, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নির্দেশে পৌর সদরস্থ হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে স্থানীয় বিট কাম চেক স্টেশনের রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী নেতৃত্বে ওই জীপ গাড়িসহ ৬২ টুকরো (৪৫.৩৭ঘনফুট) সেগুন কাঠজব্দ করা হয়। এসময় গাড়ি চালক পালিয়ে যাওয়ার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে গাড়িটি মালিককে বুঝিয়ে দেওয়া হয়। পরে জব্দকৃত কাঠ বিট কাম চেক স্টেশনে হেফাজতে নেয়া হয়।
রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে ৬২ টুকরো সেগুন কাঠ নম্বরবিহীন একটি জীপ গাড়িসহ আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা পূর্বক গাড়িটি অবমুক্ত করা হয়। কাঠগুলো স্টেশনে হেফাজতে রয়েছে। বন আইনে মামলা দায়ের করা হয়েছে।













