২৬ অক্টোবর ২০২৫

১৬ প্রতিষ্ঠান-ব্যক্তিকে ১১ লাখ টাকা জরিমানা পরিবেশের

বাংলাধারা প্রতিবেদক »

লাইসেন্স নবায়ন না করা ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় ১৬টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম। এছাড়া পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১১ জানুয়ারি) এ জরিমানা করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রামের পরিচালক মফিদুল আলম। জানা গেছে, জরিমানাকৃত সব প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম কার্যালয়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিষিদ্ধ এলাকায় প্রতিষ্ঠান স্থাপন করায় ব্রিকসকে ১ লাখ টাকা, ভূঁইয়া ব্রিকসকে ১ লাখ টাকা মদিনা অ্যান্ড মক্কা ব্রিকসকে ১ লাখ টাকা, ভাই ভাই ব্রিকসকে এক লাখ টাকা, ভরসা ব্রিকসকে ৫০ হাজার টাকা, মিয়া ভাই অ্যান্ড কোম্পানি ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেহেদী আলম ব্রিকসকে ৫০ হাজার টাকা, আরব ব্রিকসকে ৫০ হাজার টাকা, আমানত ব্রিকসকে ১ লাখ টাকা, সুবর্ণ ব্রিকসকে ১ লাখ টাকা, এস আর বি ব্রিকসকে ২০ হাজার টাকা, এস বি ব্রিকসকে ১ লাখ টাকা, রয়েল ব্রিকসকে ৫০ হাজার টাকা, হাজী ব্রিকসকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া লাইসেন্স নবায়ন না করায় আমানত ব্রিকসকে ২০ হাজার টাকা ও পাহাড় কাটার অভিযোগে বান্দরবানের লামা উপজেলার গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদফতর।

আরও পড়ুন