বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার মাদক মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো— কক্সবাজারের টেকনাফ থানার হৃীলা এলাকার হাজী আবু সামার ছেলে মিজানুর রহমান (৩০), একই এলাকার নবী হোসেন বাড়ির সুলতান আহমেদের ছেলে মো.গিয়াস উদ্দীন (২৫) ও কুমিল্লার দাউদকান্দি থানার চমকখোলা এলাকার মো.কুদ্দুস মিয়ার ছেলে মো.কাউসার (৩০)।
জানা যায়, ২০১৮ সালের ২১ মে নগরের স্টেশন রোড রিয়াজউদ্দীন বাজারে ঢাকা আবাসিক হোটেল সামনে থেকে তিনজনকে আটক করা হয়। পরে শরীর তল্লাশি করে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর কোতোয়ালী সার্কেলের এসআই শাকিলা রহমান বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। মামলায় অভিযোগ গঠন করা হয় গত বছর ২১ মার্চ। মোট ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।













