বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এলাকায় গলায় ফাঁস দিয়ে তাফরিদ রশিদ (১৭) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে।
আজ বুধবার (১২ জানুয়ারি) বিকাল পৌনে ৪টায় নগরীর নন্দনকানন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী তাফরিদ রশিদ তানভীর রশিদের ছেলে। সে কলেজিয়েট স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন মজুমদার বলেন, নন্দনকানন থেকে এক কলেজছাত্রকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।













