বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে ২ হাজার ৩৬২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন।
আক্রান্তদের মধ্যে ১১ জন সদর, আলীকদম উপজেলায় ১ ও ১ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৩০ জন।
সোমবার (১৭ জানুয়ারি) বিকালে বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা এসব তথ্য জানান।
জানা যায়, পুরো জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছে ৫৪ জন। তারমধ্যে সদর উপজেলা ৫০ জন, আলীকদম ২জন নাইক্ষ্যংছড়ি ১ জন ও লামা উপজেলা ১ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত বান্দরবানে ১৩ হাজার ৯৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১৩ হাজার ১৯৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ২ হাজার ৪৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।













