বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী খেজুরতলী জাইল্যাপাড়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতার তিনজন হলো- সরোয়ার হোসন ওরফে জনি ওরফে মনু (৩৪), মো. রিপন (৩২) ও তসলিমা বেগম (৩৬)।
সোমবার (১৭ জানুয়ারি ) দুপুরে নগরের চান্দগাঁও র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ। তিনি জানান, এ চক্রের সদস্যরা মাইক্রোবাসে যাত্রী তুলে ছিনতাই করে আসছিল ১০ বছর ধরে। চক্রের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে যাত্রী তুলে ছিনতাই করলেও তারা কেউই চট্টগ্রামের বাসিন্দা নয়, তাদের বাড়ি বরিশাল অঞ্চলে। মূলত চট্টগ্রামে এসে তারা ছিনতাই করে নিজ এলাকায় চলে যেত।
তিনি আরও জানান, এ চক্রের ১০ সদস্যের মধ্যে নয়জন গ্রেফতার হয়েছে। আগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছিল।তাদের কাছ থেকে একটি দোনলা বন্দুক, দুইটি এলজি, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।গ্রেফতার সরোয়ার হোসেনের বিরুদ্ধে বরিশাল জেলার বিভিন্ন থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে।













