বাংলাধারা প্রতিবেদন »
ডেলটা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেডের ৬২তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আশরাফুল কবির ভূঁইয়া।
এতে উপস্থিত ছিলেন পরিচালক ডা. মর্তুজা রেজা হাসান, ডা. কিউ এম অহিদুল আলম, ডা. তপন পোদ্দার, ডা. মো. তমিজ উদ্দিন আহমেদ, ডা. মো. জসিম উদ্দিন, মো. রাইসুল উদ্দিন সৈকত ও মো. মোরশেদুল আলম কাদেরী।
সভায় প্রতিষ্ঠানের ভর্তিকৃত রোগীদের সেবার মান বৃদ্ধির জন্য সকল বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।













