২৫ অক্টোবর ২০২৫

১৮ মাস বেতন বাকি পলিটেকনিকের শিক্ষকদের, চট্টগ্রামে মানববন্ধন

বাংলাধারা প্রতিবেদক »

যারা দেশের মানুষ গড়ার কারিগর আজকে তারাই অবহেলিত। দীর্ঘ ১৮ মাস বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন শিক্ষকরা। এবার এই সমস্যা থেকে মুক্তি ও বকেয়াসহ নিয়মিত বেতনের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম পলিটেনিক ইনস্টিটিউটের শিক্ষকরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শহিদমিনার চত্বরে এ দাবিতে মানববন্ধন করেন ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টরসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

দীর্ঘ ১৮ মাস ধরে বেতন পাচ্ছেন না চট্টগ্রাম পলিটেকনিকসহ দেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭৭৭ জন শিক্ষক। তাদের দাবি দ্রুত বকেয়া বেতন পরিশোধ করে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হোক।

এসময় শিক্ষকরা বলেন, স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানাস্তরের প্রক্রিয়ায় থাকা ৭৭৭ জন শিক্ষক গত দেড় বছর বেতন ভাতা পাচ্ছেন না।

জানা যায়, ২০১২ ও ২০১৪ সালে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষার আওতায় সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং অ্যানহ্যান্সমেন্ট প্রজেক্ট’ এর অধীনে জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক / ননটেক) ওয়ার্কশপ সুপার পদে ১ হাজার ১৫ জন শিক্ষককে নিয়োগদান করা হয়।

এর মধ্যে ২০১৯ সালের জুনে এসে ওই প্রকল্পে নিয়োগ হওয়া ৭৮৬ জনকে সাময়িক বহাল রাখার লিখিত নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে তাদের নিয়মিত বেতন ভাতা প্রদান করা হয়ে আসছিল। তবে করোনাকালে ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের বেতন ভাতা বন্ধ রাখা হয়।

মানববন্ধনে শিক্ষকদের দাবি, সরকারের আমলারা আমাদের দাবি অগ্রাহ্য করে বেতন-ভাতা আটকে রেখেছেন। দাবিপূরণে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন