বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে দীর্ঘ ২১ বছর পর এক বিএনপি নেতার দখলে থাকা ১ একর ৮ শতক সরকারি সম্পত্তি উদ্ধার করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার উপজেলার শ্রীপুরে এ অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।
সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার জানান, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিএস খতিয়ানের দুই দাগে সরকারি ভেস্টেড প্রপার্টি (ভিপি) ১০৮ শতক জমি বেদখলে ছিলো। স্থানীয় এক ব্যক্তির অভিযোগ পেয়ে অবৈধ দখলকারীকে উচ্ছেদ করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে।

জানা গেছে, উদ্ধারকৃত এ সম্পত্তি স্থানীয় শশাংক বসু, বরদা কিংকর বসু ও শংকর বসুদের দুই দাগে ১৪৭ শতক সম্পত্তি ছিলো। পরবর্তীতে বিএস জরিপে দুই দাগের ১০৮ শতক সম্পত্তি ভিপি সম্পত্তি হিসেবে অর্ন্তভুক্ত হয় (ভিপি মামলা নং-০১/৯৬-৯৭)। ২০০১ সালে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান বিএনপি নেতা মো. আজিজুল হক তার স্ত্রীর নামে এ সম্পত্তি একসনা ইজারা নেন। একই সাথে ইজারাকৃত সরকারি সম্পত্তিসহ স্থানীয় বসুদের ব্যক্তি মালিকানা সম্পত্তিও দখল করে নেন আজিজুল হক।
এদিকে সরকারি সম্পত্তির ইজারার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তিনি কোনো প্রকার নবায়ন ছাড়াই ভোগ দখলে ছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে দীর্ঘ ২১ বছর রাজস্ব বঞ্চিত হয় সরকার।

গত ১৭ জানুয়ারি রোববার এ সম্পত্তি বিএনপি নেতা আজিজুল হক আবারো ঘেরা বেড়া দিয়ে দখলে নিতে চাইলে স্থানীয় পলাশ বোস সরকারি কশিনার (ভূমি) কাছে সরকারি সম্পত্তি ও ব্যক্তি মালিকানা সম্পত্তি রক্ষার আবেদন জানান। এরই প্রেক্ষিতে এ উদ্ধার অভিযান চালানো হয়।
এই উচ্ছেদ অভিযানে উপজেলা ভূমি অফিসের কানুনগো আশীষ তরু চাকমা, ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সালাউদ্দীন ও পম্পী বড়ুয়া উপস্থিত ছিলেন।













