বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ বিজয় ও সিএফসির অনুসারী নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।
পরে রাত ১টা পর্যন্ত উভয়পক্ষের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ও সোহরাওয়ার্দী হলে অবস্থান নিলে দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা দেখা যায়।
আহতরা হলেন— বিজয় গ্রুপের অনুসারী আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০১৬-১৭ সেশনের সামদানি রহমান জিকু ও একই সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ। এদের একজন ঢিলের আঘাতে এবং অপরজনকে কুপিয়ে আহত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছিল। আমরা সবাইকে হলে ঢুকিয়ে দিয়েছি। পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ ঝামেলার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।













