২৫ অক্টোবর ২০২৫

বায়েজিদে ভেজাল তেল কারখানায় ভোক্তার অভিযান, জরিমানা

বাংলাধারা প্রতিবেদক »

ভিন্ন নামে ট্রেড লাইসেন্স নিয়ে অবৈধভাবে সয়াবিন ও সরিষার তেল প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন ও বিপণন করায় অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বায়েজিদ থানার হাজীপাড়া এস এস অয়েল ট্রেডিং ও নয়াহাট এলাকার মেসার্স মিজান এন্টারপ্রাইজ নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. দিদার হোসেন বলেন, ভিন্ন নামে ট্রেড লাইসেন্স নিয়ে অবৈধভাবে সয়াবিন ও সরিষার তেল প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন ও বিপণন করতো প্রতিষ্ঠান দুটি। এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে পরিশোধন করা হতো তেল এবং বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের আদলে বোতল ও লেবেল বানিয়ে তা বাজরজাত করতো। বিভিন্ন অসঙ্গতি খুঁজে পাওয়ায় মেসার্স মিজান এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা এবং এস এস অয়েল ট্রেডিংকে মামলা দায়ের করে প্রতিষ্ঠান সীলগালা করা হয়।

আরও পড়ুন