বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে শীতার্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন চেয়ারম্যান উক্যনু মারমা। এসময় শীতার্ত, দুঃস্থ ও অসহায় ৪৬০ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে ৪নং সুয়ালক ইউনিয়নের সচিব ক্যমংহলা মারমা, ১নং ওয়ার্ডের মেম্বার মো. ছফুর, ২নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দীন, ৫নং ওয়ার্ডের মেম্বার শৈক্যহ্লা মারমাসহ সর্বসাধারণ সুবিধাভোগী উপস্থিত ছিলেন।













