২৫ অক্টোবর ২০২৫

সাংবাদিক ড. অরুণ বিকাশ দে এর গ্রন্থ “নৈতিক সাংবাদিকতা” প্রকাশিত

বাংলাধারা প্রতিবেদন»

তরুণ গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিক অরুণ বিকাশ দে এর গবেষণামূলক গ্রন্থ “নৈতিক সাংবাদিকতা” সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই গ্রন্থটি মূলতঃ ছয়টি গবেষণাধর্মী প্রবন্ধের একটি সংকলন।

প্রথম প্রবন্ধের শিরোনাম হলো “সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতা “, দ্বিতীয় প্রবন্ধের শিরোনাম “নৈতিক সাংবাদিকতা কেন গুরুত্বপূর্ণঃ বাংলাদেশের গণমানুষের ওপর সাংবাদিকতার প্রভাব”, তৃতীয় প্রবন্ধের শিরোনাম “গণমাধ্যমের প্রচার চালানোর নৈতিক অধিকার নিয়ে অরুন্ধতী রায়ের বক্তব্যঃ একটি পর্যালোচনা”, চতুর্থ প্রবন্ধের শিরোনাম “সাংবাদিক – সোর্স সম্পর্কঃ একটি গাণিতিক বিশ্লেষণ”, পঞ্চম প্রবন্ধের শিরোনাম “ছাপা সংবাদপত্রের ভবিষ্যত” ও ষষ্ঠ প্রবন্ধের শিরোনাম “নৈতিক সাংবাদিকতা ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাবোধ”।

গ্রন্থের প্রচ্ছদ ডিজাইন করেছেন শিল্পী আজিজুল কদির। এটি লেখকের প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ। ইতোপূর্বে ২০১০ সালে তাঁর প্রথম গবেষণাধর্মী গ্রন্থ “গণিত বনাম যুক্তিবিদ্যা” প্রকাশিত হয়। অরুণ বিকাশ দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম এথিকস এ পি-এইচ.ডি. ডিগ্রি লাভ করেন ২০২০ সালে। কলেজের শিক্ষকতা দিয়ে কর্ম জীবন শুরু করলেও পরবর্তীতে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। দেশের শীর্ষ ইংরেজি ‘দৈনিক দ্য ডেইলি স্টার’ এর চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত আছেন ২০১০ সাল থেকে। প্রকাশিত গ্রন্থটি জানুয়ারি ২৮ তারিখ থেকে চট্টগ্রামের প্রধান গ্রন্থ বিপনিসমূহে পাওয়া যাবে।

আরও পড়ুন