বাংলাধারা প্রতিবেদক »
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর মাহাবুব আলম হত্যাকাণ্ডের ৮ বছর পর মো. জাশেদ মিয়া চৌধুরী (৪৮) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
বুধবার (১৯ জানুয়ারি) ভোরে ফেনীর মহীপাল এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাশেদ মিয়া রাঙ্গুনিয়া উপজেলার পেয়ার মোহাম্মদ চৌধুরীর বাড়ি এলাকার মো. আব্দুল মান্নান চৌধুরীর ছেলে।
র্যাব জানায়, ২০১৪ সালে রাঙ্গুনিয়ার গলাচিপা এলাকা থেকে মাহবুব আলমকে তুলে নিয়ে খুন করে দুর্বৃত্তরা। ঘটনার পর ২১ নভেম্বর নিহতের স্ত্রী রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ছায়া তদন্ত শুরু করে সিআইডি। তদন্ত শেষে সিআইডি ১৬ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট জমা দেয়। ওই চার্জশিটের ওয়ারেন্টভুক্ত আসামি জাশেদ মিয়া। এতোদিন সে পলাতক ছিলেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে, আসামি মো. জাশেদ মিয়া ঢাকা থেকে বাসে করে চট্টগ্রামের দিকে যাচ্ছেন— এমন তথ্যের ভিত্তিতে আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার জাশেদ এলাকায় আধিপত্য বিস্তার, কাঠ ও বালু ব্যবসার বিরোধের জেরে মাহবুবকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে তুলে নিয়ে ঠাণ্ডাছড়ি এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ৪টি মামলা রয়েছে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।













