৫ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে অস্ত্র-গুলিসহ সীতাকুণ্ডের যুবক ধরা

বাংলাধারা প্রতিবেদক »

মিরসরাই থানার নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ মো. শওকত হোসেন (৩৯) নামে এক যুবকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আটক শওকত হোসেন সীতাকুণ্ড থানার মধ্যম মাহামুদাবাদ এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।

রোববার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় তাকে আটক করা হয়। আজ সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ জানুয়ারি) বিকেল চারটায় নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি এবং দুই রাউন্ড গুলি মো. শওকত হোসেনকে আটক করা হয়েছে। শওকত চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় ও অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ