বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীর জ্যৈষ্টপুরা গ্রামের একটি গোয়াল ঘর থেকে ২ হাজার লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গ্রামের সুব্রত চক্রবর্তীর গোয়াল ঘরে অভিযান চালিয়ে এসব মদসহ তাদের আটক করা হয়।
আটক দুইজন হলো— রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরেরখীলের বড়খোলা জংগল মগপাড়ার অংক্যই মারমা ছেলে আদামং মারমা (৩৪) এবং একই এলাকার চিংসানু মারমার ছেলে উলামং মারমাকে (৩৮)।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কান্তি দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুব্রতের গোয়াল ঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা ভর্তি এসব মদ জব্দ করা হয়। এসময় সেখান থেকে অন্যান্যরা পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। আটক আদামং মারমা (৩৪) রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়খোলা জংগল মগ পাড়ার অংক্যই মারমা ছেলে এবং একই এলাকার চিংসানু মারমার ছেলে উলামং মারমা (৩৮)।
অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারেকুল ইসলাম এ অভিযানের নেতৃত্বে ছিলেন জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে গত বছরের ৮ মে রাঙ্গুনিয়া থানার দুর্গম পাহাড়ি এলাকা ত্রিপুরা সুন্দরীর ভরনছড়িতে অভিযান চালিয়ে ১২ হাজার ৮৫০ লিটার দেশিয় চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলা মগ পাড়া, ত্রিপুরা সুন্দরী এলাকায় লোকচক্ষুর আড়ালে গহীন পাহাড়ে মদের ভান্ডার গড়ে তুলেছে শক্তিশালী এক মাদক কারবারির সিন্ডিকেট। চক্রটি সেখান থেকেই লিটারে লিটারে মদ সরবরাহ করে বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। সর্বশেষ আজ সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সরফভাটার বড়খোলা থেকে পাচার করা জব্দ এসব চোলাই মদ পুলিশের জালে ধরা পড়ে।













