৫ নভেম্বর ২০২৫

বান্দরবানে রেকর্ড ছাড়িয়েছে করোনা সংক্রমণ, একদিনে শানাক্ত ৭৪

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ করোনা রেকর্ড ছাড়িয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের। জেলায় এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে ৫৭ জন সদরের, লামা ৮ জন, রোয়াংছড়ি ৫ জন, রুমা ১ জন, আলীকদম ২ জন ও ১ জন থানচি উপজেলার বাসিন্দা। তবে ২ হাজার ৩৬২ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছে।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা এসব তথ্য জানান।

সিভিল সার্জন আরও জানায়, এ পর্যন্ত বান্দরবানে ১৪ হাজার ৩৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১৩ হাজার ৫৯৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ২ হাজার ৬৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে বান্দরবান জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছে ২৮৭ জন। তারমধ্যে সদর উপজেলা ২৩২ জন, আলীকদম ৫ জন, থানচি ১ জন, লামা উপজেলা ২৯জন, রোয়াংছড়ি উপজেলা ১১ জন, রুমা ২জন, নাইক্ষ্যংছড়ি ৭জন ও থানচি ১জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭ জন। তারমধ্যে লামা ১জন ও সদর উপজেলার ৬জন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ