সীতাকুণ্ড প্রতিনিধি »
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার আমিরাবাদ এলাকার খোকন নাথ চৌধুরী (৪৬) নামে এক দলিল লেখক ও সার্ভেয়ারকে পিটিয়ে গুরুতর আহত করেছে পৌরসভার দুই কাউন্সিলর। এ ঘটনায় আহত দলিল লেখক খোকন নাথ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২১ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১ টার দিকে বাবুল অধিকারী ও মৃদৃল অধিকারীর আমন্ত্রণে তাদের জায়গা পরিমাপ করতে যান খোকন নাথ চৌধুরী। পরিমাপ শেষ সীতাকুণ্ড পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম অ্যাপোলো তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত দলিল লেখক খোকন নাথ চৌধুরী বলেন, ‘গত শুক্রবার সকাল ১১ টার সময় বাবুল অধিকারী ও মৃদৃল অধিকারীর আমন্ত্রণে তাদের বাড়ি পরিমাপ করতে গেলে পরিমাপ শেষে কাউন্সিলর হারাধন আমাকে বলে— তুই পৌরসভা টাকা দিসনি কেন? তখন আমি বললাম— দাদা, আমি টাকা দিয়ে দিব দু’দিন পরে। কিন্তু ১নং বিবাদী হারাধন বাবু ক্ষিপ্ত হয়ে বলে, তুই টাকা এখন দিবি। তখন আমি বললাম, দাদা আমি এখানে জায়গা পরিমাপ করতে এসেছি আপনি আমাকে অপমান করতেছেন। এরপর তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতাড়ি লাথি ও কিল ঘুষি মেরে অকথ্য ভাষায় গাফি গালাজ করতে থাকে।’
‘তার সাথে ২নং বিবাদী ৬নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম অ্যাপোলো যোগ দিয়ে আমাকে গালাগালি করে কিলঘুষি ও লাথি মারতে থাকে এবং আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়ার ও সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার হুমকি দেয়। পরে ঘটনা স্থলে উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’— বলেন দলিল লেখক।
লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার এসআই মো. হারুন বলেন, ‘অভিযুক্ত দুই কাউন্সিলরের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্ত কাউন্সিলর হারাধন বাবু ও কাউন্সিলর দিদারুল আলম অ্যাপোলো বলেন, ‘তাকে কোন মারধর করা হয়নি। তার বিরুদ্ধে পৌরসভাতে প্রবাসী করিম উল্লা এক লক্ষ বিশ হাজার টাকা পাবে— এই অভিযোগের ভিত্তিতে অনেক বৈঠক হয়েছিল। কিন্তু সেই টাকা না দিয়ে সে ঘুরাঘুরি করে আসছিল। তার প্রেক্ষিতে থাকে শুধু বলেছি টাকাগুলো দিচ্ছে না কেন?’
				












