২৫ অক্টোবর ২০২৫

বাঁশবাড়ীয়ায় মিলের স্টাফ বাসের উপর ট্রাক উল্টে ২০ শ্রমিক আহত

সীতাকুণ্ড প্রতিনিধি»

চট্রগ্রামের সীতাকুণ্ড বাঁশবাড়ীয়াস্হ এক কটন মিল ছুটির পর শ্রমিক নিয়ে যাওয়ার পথে দূর্ঘটনা কবলিত হয়ে ২০ শ্রমিক আহত হয়েছে। এতে এক ঘন্টা যানযট সৃষ্ট হয়ে যাত্রীরা দূর্ভোগে পড়ে।

সীতাকুন্ড হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ জানায়, ইউনিটেক্স টেক্সটাইল মিল দুপুর ২ টায় ছুটির পর শ্রমিকদের কে নিয়ে সীতাকুন্ড যাচ্ছিলেন একটি মিনি বাস,বাঁশবাড়ীয়া বাজারের ইউটেক দিয়ে গাড়ী ঘুরার সময় পিছন দিক থেকে একটি ট্রাক এসে এই স্থানে উল্টে গিয়ে বাসের উপর গিয়ে চাপ দেয়, এতে স্টাফ বাসটিতে থাকা ২০ যাত্রী কম বেশী আহত হয়, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে কেউ মারাত্মক আহত হয়নি।

দূর্ঘটনা কবলিক দুইটি গাড়ি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে,গাড়ী উদ্ধারর সময় সামান্য যাটযট হলেও তেমন সমস্যা হয়নি। এব্যাপারে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন