বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করে ৭২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় তিনজন মারা গেছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫৩০ জন নগরের ও ১৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪৩ জন।
এর মধ্যে নগরের ৮৭ হাজার ৮০৭ জন এবং উপজেলার ৩২ হাজার ৬৩৬ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩৫৮ জনের মধ্যে ৭৩৩ জন নগরের এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।













