২৬ অক্টোবর ২০২৫

ভালোবাসা দিবসে নবজাতককে হাসপাতালে ফেলে গেলেন মা, হেফাজতে নিলেন ইউএনও

আনোয়ারা প্রতিনিধি »

বিশ্ব ভালোবাসা দিবসে নিজের গর্ভধারিধধ মায়ের নিষ্ঠুরতা দেখলেন এক নবজাতক। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্মের পর পালিয়ে গেলেন জন্মদাতা মা ও তার স্বজনরা । গতকাল দুপুরে ঘটনাটি ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ নবজাতকটিকে উদ্ধার করে নিজ জিম্মায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডি থেকে নবজাতকটির মায়ের সন্ধান চেয়ে একটি পোষ্ট করেন। তবে এখনো পর্যন্ত নবজাতকটির মা বা স্বজনেদের কোনো পরিচয় পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাত দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁশখালীর সাধনপুরের ঠিকানা দিয়ে বিলকিছ আকতার (১৮) নামে এক নারী আসেন চিকিৎসা নিতে। সঙ্গে ছিলেন আরও দুইজন নারী। রাত দশটার দিকে হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেওয়ার কয়েক ঘন্টা পর শিশুটির মাসহ সঙ্গে আসা দুই নারী নবজাতককে হাসপাতালের বেডে রেখে চলে যান। সকালে হাসপাতাল কর্তৃ পক্ষ জানতে পেরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের কাছে নিয়ে যায়। তিনি দুপুরে কন্যা শিশুটির কোলে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান চেয়ে নবজাতকের ছবিদসহ একটি পোস্ট দেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ রিদোয়ানুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাত দশটার দিকে বাঁশখালীর সাধনপুরের এক নারী ভর্তি হয়ে একটি কন্যা সন্তান প্রসব করেন। পরদিন তারা নবজাতকটিকে রেখে পালিয়ে গেলে আমরা বিষয়টি ইউএিনওকে জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘কন্যা সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পরই হাসপাতালের বেডে রেখে পালিয়ে গেছেন তার মা ও সঙ্গে আসা দুই নারী। এক দিন বয়সী শিশুটি সুস্থ আছে। তার মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। মা ও পরিবারের কোন সদস্যের কেউ সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

আরও পড়ুন