২৫ অক্টোবর ২০২৫

৭৯ হাজার ইয়াবাসহ মাদক কারবারি র‌্যাবের হাতে ধরা

বাংলাধারা প্রতিবেদক »

কক্সবাজার জেলার টেকনাফের ঘাট ব্রীজ এলাকার অভিযান চালিয়ে ৭৯ হাজার ২শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) টেকনাফ-কক্সবাজার সড়কের পশ্চিম পার্শ্বে ফেয়ারী ঘাট ব্রীজের পার্শ্বে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার মো. আইয়ুব (৩৭) মহেশখালী উপজেলার গোরাকঘাটার চারপাড়া এলাকার মৃত কাছিমের পুত্র।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ-কক্সবাজার সড়কের পশ্চিম পার্শ্বে ফেয়ারী ঘাট ব্রীজের পার্শ্বে পাকা রাস্তা থেকে ৭৯ হাজার ২শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ মায়ানমার থেকে সাগর পথে ইয়াবা ট্যাবলেট এনে করে তা চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৩৮ লাখ টাকা।

আরও পড়ুন