বিনোদন ডেস্ক »
রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা নিপুণ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তিনি এ জিডি করেন। বিকেলে এফডিসিতে সংবাদ সম্মেলনে জিডির বিষয়টি জানান নায়িকা।
সাধারণ ডায়েরিতে নিপুণ লিখেন, ‘১৪ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ৮টার দিকে নিজ বাসা থেকে বনানী সুপার মার্কেটে ফুল ক্রয়ের জন্য যাই। আমি গাড়ির দরজা খুললে অজ্ঞাতনামা কয়েকজন লোক সাহায্যের জন্য হাত বাড়ায়। আমি কিছু বুঝে উঠার আগেই তারা মামলা হতে সরে দাঁড়ানোর জন্য বলে সেখান থেকে চলে যায়।’
সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘কোর্টে একটি মামলা চলমান আছে তাই উল্লেখিত বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে।’
এদিকে সংবাদ সম্মেলনে নিজেকে শিল্পী সমিতির বৈধ সাধারণ সম্পাদক দাবি করেছেন চিত্রনায়িকা নিপুণ। তিনি দাবি করেন, আমি বৈধ সাধারণ সম্পাদক। আদালতের আদেশের ফলে আমি যেখানে আছি সেখানেই থাকব।
সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘আমাকে বিনা প্রতিদ্বন্দ্বতীয় আপিল বোর্ডে নির্বাচিত করেছে। আমি শপথ নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেছি। আমার এ বসাকে স্টে করেছে হাইকোর্ট। আমি চেম্বারজজে আপিল করি, চেম্বারজজ হাইকোর্টের আদেশ স্টে করেছে এবং স্থিতাবস্থা (স্ট্যাটাস-কো) দিয়েছে। আমি আমার পূর্বের জায়গায় চলে গিয়েছি সাধারণ সম্পাদক পদে। স্ট্যাটাস-কো মানে হলো, যে যে জায়গায় আছে সে সেখানে থাকবে।’
নিপুণ আরও বলেন, ‘সুপ্রীমকোর্টের পূণাঙ্গ বেঞ্চ চেম্বারজজ যে স্টে দিয়েছেন তা বহাল রেখেছেন। সুতরাং বৈধ সাধারণ সম্পাদক হিসেবে আমি রয়ে গেছি, অন্য কেউ না।’
দাপ্তরিক কাজ করতে কোনো বাধা আছে কীনা? জানতে চাইলে তিনি বলেন, ‘না। কোনো বাধা নেই।’













