২৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম সড়ক ও জনপদ ঠিকাদার সমিতির নেতৃত্বে খোরশেদ-বশর

বাংলাধারা প্রতিবেদক »

মো. খোরশেদ আলমকে সভাপতি ও আবুল বশরকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম সড়ক ও জনপদ ঠিকাদার সমিতির আংশিক কমিটি (২০২২-২০২৪) ঘোষণা করা হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রহমতগঞ্জ সড়ক ভবনে চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার সমিতির এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে এবং ঠিকাদার সমিতির নেতা আবুল বশরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র ঠিকাদার মো. সিরাজদ্দৌল্লা, মো. সাইফুর রহমান, জাহাঙ্গীর আলম, নুর রশিদ নুরু, মো. আবুল কালাম, সাইফুল ইসলাম, মো. আজম, হুমায়ুন কবির জুয়েল, শহিদুল আলম, হাসান আলী, মো. আনোয়ার, মো. এমরান, ওয়াহিদ রাসেল, ইউনুস আলী মোল্লা, শাহ রশিদ আহমদ, সাব্বির সাদেক।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মো. ওয়াসিম, নুর মোহাম্মদ, আকবর রাজা, মো. ওসমান, মো. আবদুল নুর তুষার, শাহাদাত হোসেন, মো. শহিদ, মো: রাব্বী, রেজাউল করিম, মো. অভি, এ কে এম হানিসুল ইসলাম, মো. নাজিম উদ্দীন, আবুল কালাম আজাদ, মো. তারেক প্রমুখ।

এসময় নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সংগঠনের সকল ঠিকাদারদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন