২৫ অক্টোবর ২০২৫

আনোয়ারায় সরঞ্জামসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার, মালামাল উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় ছিনতাইয়ে ব্যবহৃত সরঞ্জামসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশ তাদের গ্রেফতার কর।

এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, ১ চাপাতি, ১ টি ছুরি ও ছিনতাই হওয়া একটি মোবাইলসহ নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বারখাইন ইউনিয়নের হাসপাতাল মোড় থেকে শোলকাটা পিএবি সড়কের মোড় পর্যন্ত চুরি ছিনতাই বেড়ে যায়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হল- শফিউল আলম সবুজ (২৩), মো. শিফাত ওরফে মামুন (২০), মো. রায়হান (২৪) ও মো. সাকিব (২১)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে সোমবার রাতে ৪ ছিনতাইকারী ও এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ছিনতাই হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন