২৬ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে খাল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদক »

বোয়ালখালীতে একটি খাল থেকে ফৌজিয়া ফারিহা রাফি (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ জ্যৈষ্ঠপুরা এলাকার ভান্ডালজুড়ি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই তরুণী খরণদ্বীপ ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার আনোয়ার আজিম মাস্টার বাড়ির এ বি এম আনসারুল্লাহর মেয়ে। তিনি স্যার আশুতোষ সরকারি কলেজে ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

বোয়ালখালী থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। নিহতের স্বজনরাও এসেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন