২৬ অক্টোবর ২০২৫

‘নিরাপত্তা ছাড়া পাহাড়ের উন্নয়ন টেকসই হয় না’

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেছেন, নিরাপত্তা ছাড়া উন্নয়ন টেকসই হয়না। পার্বত্য শান্তিচুক্তি বিরোধী কোনো অপশক্তিকে ছাড় দেয়া হবে না। পাহাড়ে কোন সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি মেনে নেয়া হবে না।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম প্রত্যয়ী তেইশ ইউনিটের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসী সাথে গোলাগুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেন। পাশাপাশি সবাইকে দেশপ্রেমিক হওয়ার আহব্বান জানান

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক। পরে লামা আলীকদমের সরকারি শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।

এসময় ৯৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভুঁইয়া, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল প্রমুখ।

আরও পড়ুন