২৫ অক্টোবর ২০২৫

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হলেন ড. রুবানা হক

চট্টগ্রামে অবস্থিত ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. রুবানা হক। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী।

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি সদস্য ছিলেন। সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের সহসভাপতি নির্বাচিত হন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ড. রুবানা হক বাংলাদেশের একজন স্বনামখ্যাত নারী উদ্যোক্তা। তিনি মোহাম্মদী গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচিত প্রথম নারী সভাপতি ছিলেন তিনি। ড. রুবানা ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুইবার ‘বিবিসি ১০০ নারী’ নিবন্ধে স্থান পেয়েছিলেন।

ড. রুবানা হকের জন্ম ১৯৬৪ সালের ৯ ফেব্রুয়ারি। পড়াশোনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল, হলিক্রস কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পুরুষোত্তম লালের প্রকাশনা সংস্থা ও রাইটারস ওয়ার্কশপের ওপর ‘রাইটারস ওয়ার্কশপ: এজেন্ট অফ চেঞ্জ’ বিষয়ে পিএইচডি করেছেন।

২০০৮ সালে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল নিয়ে এমএ করেন।

আরও পড়ুন