২৫ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বরিশাল কলোনি থেকে মো. নাজিম (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এই লাশ উদ্ধার করা হয়। নিহত নাজিম ওই ইউনিয়নের মনছুরের পুত্র।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন