খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ির দীঘিনালায় নির্দেশনা অমান্য করে ইটভাটা চালানোর দায়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটা দুইটির দায়িত্বে থাকা দুই ম্যানেজারকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হেডম্যান পাড়ার এডিবি ব্রিকিফল্ড ও রসিকনগর এলাকার সেলিম এন্ড ব্রাদার্স নামের এই দুটি ইট ভাটাকে জরিমানা করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা স্বর্ণা জানান, মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন করার লক্ষ্যে দীঘিনালা উপজেলাধীন দুটি ইটভাটা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু তারা নির্দেশনা অমান্য করে পুনরায় চালু করে ইট প্রস্তুত করছিল। খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর বিধিমতে ভাটা দুটির মালিককে ১ লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় দুজনকে আটক করা হলেও জরিমানা আদায় সাপেক্ষে তাদের ছেড়ে দিয়ে সতর্ক করে দেয়া হয়।
এর আগে ভাটা দুটিকে গত ৬ ফেব্রুয়ারি আইন ও নিয়ম কানুন না মেনে ইট প্রস্তুতের দায়ে জরিমানা করা হয়। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন করার লক্ষ্যে উপজেলাধীন এডিবি ও সেলিম এন্ড ব্রাদার্স নামের দুটি ইটভাটা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছিল।













