১ নভেম্বর ২০২৫

ক্যাম্পে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা তিন দুর্বৃত্ত আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও রাইফেলের গুলিসহ দুর্ধর্ষ রোহিঙ্গা তিন দুর্বৃত্তকে আটক করেছে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ক্যাম্প-২২ (উনচিপ্রাং) এর সি ব্লক এলাকা হতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম।

আটকরা হলো, ক্যাম্প-২২ এর ব্লক-সি/০৪’র মৃত দিল মোহাম্মদের ছেলে মো. শফিক প্রকাশ হাফেজ শফিক (২৬) (এফসিএন-২৪৯৩৮৩), ব্লক-ডি/৪ এর কালা মিয়ার ছেলে আমান উল্ল্যাহ(২৬) (এফসিএন-২৩৭৬৪০) এবং ব্লক-বি/১ এর মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ(৫১), (এফসিএন-২৪৪৪৫৭)।

তাদের হেফাজতে থাকা ১টি নাইন এমএম বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি এবং ৬১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

১৬-এপিবিএন সূত্রে জানায়, উনচিপ্রাং ক্যাম্পের অফিসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। আটকরা, ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাদাঁবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত মর্মে তথ্য ছিলো। অভিযানে তাদের কাছ থেকে ধারণার চেয়ে বেশি আগ্নেয়াস্ত্র মিলেছে।

ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে উল্লেখ করেন ১৬ এপিবিএন এর অধিনায়ক তারিকুল ইসলাম।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ