১ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৬৯

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৬৮টি নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৭৯ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৬১ জন মহানগর এলাকার ও ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৯৭৩ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৬১০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৩৬৩ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ