২ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের চরখিদিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক এনামুল গাজী বাড়ির আজিজুল হকের ছেলে। তার সংসারে ৩ মাসের একটি ছেলে রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার দিনভর বাড়ির পাশের একটি পুকুরে পাম্প লাগিয়ে সেচ করে এনামুল। সন্ধ্যায় অন্ধকার হয়ে যাওয়ায় তাতে ইলেক্ট্রিক লাইট লাগিয়ে মাছ ধরেন। রাত সাড়ে ৮টার দিকে লাইট খুলতে গিয়ে এনামুল বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পৌরসভা এলাকায় বিদু্যৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। জানাযা শেষে পারিবারিকভাবে তাকে দাফন করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ