বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর প্রকল্পের আওয়াতায় ৩ কোটি ১৫ লাখ টাকা অর্থ ব্যায়ে কালাঘাটা থেকে তারাছা ইউপি সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পৌরশহর কালাঘাটা এলাকায় শিশু পরিবার সামনে ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত মো. জিল্লুর রহমান, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বিন আরাফাত, পৌর মেয়র ইসলাম বেবী, রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারী অমল কান্তি দাশ, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা সহ গণমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ইলেক্ট্রনিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে বলে আজ পার্বত্য এলাকাবাসী সুফল পাচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনা মানে উন্নয়ন, পার্বত্য বান্দরবানে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। পার্বত্য জনপদের সকল জনসাধারণের জন্য আমি কাজ করে যাবো। বর্তমান সরকার আমলে পাহাড়ের প্রত্যেকটি জায়গায় আলো ছড়িয়ে দিয়ে উন্নত শিখা আকারে ধারণ করা হবে। তাই জনপ্রতিনিধিদের জনসাধারণের জীবনযাত্রার উন্নয়নে কাজ করে যাওয়া আহব্বান জানান পার্বত্য মন্ত্রী।













