আনোয়ারা প্রতিনিধি »
নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে আনুমানিক সাত লক্ষাধিক টাকা মূল্যের ২টি বেহুন্দী জাল ও ২১টি ঘেরা জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো খালের পাড়ে এনে পুড়িয়ে ফেলা হয়।
শনিবার(১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মূরালী ও চাঁনখালী খালে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।
এসময় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হক।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, বিশেষ কম্বিং অপারেশনের ৪র্থ ধাপের ৭ম দিনে নিষিদ্ধ ২৩ টি জাল জব্দ করা হয়েছে। পরে ওই জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। ৬ ইঞ্চির ছোট জাল অবৈধ। এই জাল গুলোর কারণে হাজার হাজার বিভিন্ন প্রজাতির পোনা ধ্বংস হয়। যা জীব বৈচিত্র ধ্বংসের শামিল।এর কারণে পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
				












