ফটিকছড়ি প্রতিনিধি »
ভারতের প্রজাতন্ত্র দিবসের ৫০ বছর পুর্তি উপলক্ষে ভারত সরকার উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফে গিলাফ উপহার দিয়েছেন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক সাধক হযরত শাহসূফি মাওলানা সৈয়দ শফিউল বশর আল-হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী (ক.) এর ১০৩তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে তাঁর মাজারে ভারত সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ গিলাফ ছড়িয়ে, ফুলের মালা ও আতর ছিটানোর মাধ্যমে সস্ত্রীক শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।
এরপর তিনি হযরত আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) ও হযরত গোলামুর রহমান ভাণ্ডারীর রওজাতে শ্রদ্ধা নিবেদন করেন।

ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘সূফীবাদ হচ্ছে, শান্তির পথ। আর এ সূফীবাদের প্রাণ কেন্দ্র হচ্ছে মাইজভাণ্ডার দরবার শরীফ।’
তিনি বলন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ভারত বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে এবং নির্বাচনে কোন ধরনের হস্তক্ষেপ করবেনা। ভারত সব সময় বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ভারত সীমান্তে রামগড় স্থলবন্দর চালু হলে দু দেশের মৈত্রী সম্পর্ক আরো জোরদার হবে। দুই দেশের ব্যবসায়িক উন্নয়নের প্রসার ঘটবে।’
এর আগে তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ত্বরিকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেনন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন, বাংলাদেশ তরিকত ফেড়ারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, তরিকত নেতা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ মহিবুল বশর মাইজভান্ডারী , সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারী, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, তরিকত ফেড়ারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী প্রমুখ।













