১ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে মাকে পিটিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে রামগড় পৌর এলাকার চৌধুরী পাড়ার বাড়িতে পারিবারিক কলহের জেরে মাকে পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সামসুজ্জামান।

পুলিশ জানায়, রামগড়ের চৌধুরী পাড়ার মৃত আব্দুল জলিলের স্ত্রী বিবি রহিমার (৬০) সাথে প্রায় পারিবারিক কলহ হতো হতো মো. ইব্রাহিমের (২৪)। শনিবার রাতেও ছেলের বউকে নিয়ে কথা কাটাকাটি হয় বিবি রহিমার। কথা কাটাকাটির এক পর্যায়ে মাকে এলোপাতাড়ি মারধর ও মাথায় আঘাত করে ছেলে ইব্রাহিম। এতে ঘটনাস্থলে বিবি রহিমার মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান জানান, নিহতের মরদেহের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপর ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে মাকে মারার কথা স্বীকার করেছে। এর পেছনে অন্য কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি ছেলে সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ