ফটিকছড়ি প্রতিনিধি»
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন রামগড়-বারৈয়ারহাট সড়কের হেঁয়াকো কড়ই বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. ছিদ্দিক মিয়া (৫৫)। তিনি বাগান বাজারের দক্ষিন পানুয়া এলাকার বাসিন্দা।
জানা যায়, করেরহাট এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বারৈয়ারহাট মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন। তিনি বলেন, ‘মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কড়ই বাগান এলাকায় মো. ছিদ্দিক নামে একজন নিহত হয়েছে।’













